ওমরা হজ্জ ফ্লাইট টিকিট হস্থান্তর CHT (আজিজ গ্রুপ)

ওমরা হজ্জ ফ্লাইট টিকিট হস্থান্তর CHT (আজিজ গ্রুপ)

আসসালামু আলাইকুম,
আপনারা অবগত আছেন যে, স্ক্রিন প্রিন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SPWA) এর পুনর্মিলনী-২০২৪ এ “CHT (আজিজ গ্রুপ)” এর পক্ষ থেকে যে ওমরা হজ্জ প্যাকেজ ঘোষিত হয়েছিল, সেই প্যাকেজ বিজয়ী সৌভাগ্যবান ছিলেন মোঃ সাইফুল ইসলাম খান (কালার মাস্টার, প্রিন্টিং ইউনিট, টেক্সইউরোপ বিডি লিঃ)
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আগামী ০৪/০৯/২০২৫ইং তারিখ রোজ-বৃহস্পতিবার মোঃ সাইফুল ইসলাম খান এবং তার স্ত্রী ওমরা হজ্জ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
তাদের সকলের প্রতি আমাদের দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ পাক যেন তাদের হজ্জ কবুল করেন। আশাকরি উনারাও আমাদের সকলের জন্য, সংগঠনের জন্য এবং “CHT (আজিজ গ্রুপ)” এর সুযোগ্য ম্যানেজিং ডিরেক্টর সহ সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য মন খুলে দোয়া করবেন।
পাশাপাশি আমরা প্রত্যাশা করি, “CHT (আজিজ গ্রুপ)” অতীতের ন্যায় ভবিষ্যতেও আমাদের সংগঠনের পাশে থাকবে সবসময়। আমরা “CHT (আজিজ গ্রুপ)” এর উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।
ধন্যবাদান্তে
মোঃ আসলাম হোসেন
সভাপতি

স্ক্রিন প্রিন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SPWA)

Scroll to Top