আসলে স্ক্রিন প্রিন্টের অস্তিত্ব খুঁজতে গেলে কালার এর নামটা আগে আসবে প্রিন্টের রং এতোটাই গুরুত্বপূর্ণ যে যে রান্নাঘরের মত একটি হোটেল যতই সুন্দর হোক না কেনো রান্না যদি ভাল না হয় গুণগত মানসম্পন্ন না হয় খাবার উপযোগী না হয় দেখতে যতই ভাল হোক ডেকারেশন যতই ব্যয়বহুল হোক না কেন customer দীর্ঘস্থায়ী হয় না তাই এই সেকশনে যারা কাজ করেন তাদের যেরকম রয়েছে অনেক দায়িত্ব কর্তব্য কাজেরর রয়েছে কিছু নির্দিষ্ট নীতিমালা
প্রথমে জানতে হয় ক্রেতার চাহিদা সেই অনুসারে কেমিক্যাল সংরক্ষণ করতে হয় ক্রেতার চাহিদা অনুসারে রং তৈরি করতে হয় যেটাকে আমরা color shade বলে থাকি
এবং যে কাপড়ে প্রিন্ট হবে ওই কাপড়ের জন্য যে কেমিক্যাল প্রয়োজন ওই কেমিক্যাল দিয়ে রংটা তৈরি করতে হয়
ক্রেতার কিছু নির্দিষ্ট requirement থাকে প্রিন্টিং এর ভাষায় আমরা বলে থাকি তুলতুলে ভাব (softness) কালার ছাড়তে পারবে না’ (বিলিড) কালার ফাটতে পারবে না (cracking) কালার আঠালো হতে পারবে না ( ইস্ট্রিকি) etc.
physical test এবং chemical test ঠিক থাকতে হবে
ফিজিক্যাল বলতে আমরা যেটা বুঝে থাকি – ধোয়া (wash) শুকনা ঘষা বা ভেজা (dry of wet rubbing ) etc. Chemical Test বলতে আমরা যেটা বুঝে থাকি – যে কেমিক্যালগুলো ব্যবহার করলে মানব দেহের ক্ষতি হয় এবং যেগুলো কাস্টমারের নিষিদ্ধ – যেমন : ফরমালডিহাইড /azo/ PVC/ সহ আরও অনেক ধরনের test রয়েছে যা বর্ণনা করলে অনেক ভাবেই করা যায় customer বলতে আমি যা বুঝেছি : Buyer
আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক টি বিষয় সংক্ষিপ্তভাবে আলোচনা করা এই গুরুত্বপূর্ণ কাজগুলো যারা করে থাকেন তাদেরকে প্রিন্টিং এর ভাষায় বলা হয় কালার মাস্টার বা রং মাস্টার. রং বিশেষজ্ঞ
একজন কালার মাস্টারকে প্রিন্টিং এর সকল বিষয়ে কিছু না কিছু অভিজ্ঞতা রাখতে হয় না হলে সে স্বয়ংসম্পূর্ণভাবে কাজ সম্পন্ন করতে পারে না তাই সকল রং বিশেষজ্ঞদের প্রতি সম্মান রেখে আমি অনুরোধ করবো আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করুন আমি নিজে একজন রং শেষজ্ঞ
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার কোন শেষ নেই সকলের কাজের পরিধি একরকম নয় কিন্তু কাজের নিয়মটা একই থাকে ব্যক্তিগতভাবে আমি মনে করি এমন অনেক বিষয় আছে যেগুলো আমি এখন পর্যন্ত জানিনা আমার সংক্ষিপ্ত আলোচনায় যদি কোথাও কোন ভুল ত্রুটি থেকে থাকে আমাকে সংশোধন করার সুযোগ দেবেন এবং ব্যক্তিগত মতামত শেয়ার করার জন্য অনুরোধ করছি আমরা যে যাই জানি আমরা একে অপরের কাছে শেয়ার করব তাতে অনেকগুলো সুবিধা রয়েছে যদি কারো কোন বিষয়ে অজানা থাকে আপনারা এখানে লিখতে পারেন
ধন্যবাদান্তে
মোহাম্মদ লোকমান হোসেন
উন্নয়ন সম্পাদক (SPWA)