আসসালামু আলাইকুম,
আপনারা অবগত আছেন যে, স্ক্রিন প্রিন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SPWA) এর পুনর্মিলনী-২০২৪ এ “MNS PRINTING AND CHEMICAL” এর সুযোগ্য ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মোক্তার হোসেন যে হজ্জ প্যাকেজ ঘোষণা করেছিল, সেই প্যাকেজ বিজয়ী সৌভাগ্যবান মোঃ সবুজ (প্রিন্টিং সুপারভাইজার, সুপ্রিম গ্রুপ) স্ত্রী-সন্তান সহ পবিত্র উমরা হজ্জ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করতেছে। আমরা সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখছি। ইতিমধ্যে তারা মক্কার হজ্জের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ পবিত্র মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। তারা আমাদের জন্য দোয়া করছে, আমরাও তাদের হজ্জ কবুলের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই।
আপনারা জেনে আরও খুশি হবেন যে, গত বছরের ন্যায় এবারও স্ক্রিন প্রিন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SPWA) এর পুনর্মিলনী-২০২৫ এ হজ্জ প্যাকেজের ব্যবস্থা রাখা হয়েছে। জানিনা আল্লাহপাক কার উপর রাজি-খুশি হবেন, কাকে পবিত্র উমরা হজ্জ পালনের তাওফিক দান করবেন। আমরা সকলেই বুকভরা আশা নিয়ে পুনর্মিলনী-২০২৫ এ উপস্থিত থাকব ইনশাআল্লাহ।
এবার পুনর্মিলনী-২০২৫ এর আনুষ্ঠানিকতা ভিন্ন মাত্রায় ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। তার অংশ হিসেবে বিভিন্ন সাপ্লায়ার স্টলের মাধ্যমে তাদের পণ্যের প্রদর্শনী করবে যাতে করে আমরা সকল পণ্য সম্পর্কে আপডেট থাকতে পারি এবং তুলনামূলক ভাল পণ্য সম্পর্কে পরিস্কার ধারণা রাখতে পারি যা আমাদের কর্মক্ষেত্রে একধাপ এগিয়ে থাকতে সহায়ক ভূমিকা পালন করবে। সকলে মানসিকভাবে প্রস্তুত হই যাতে করে আমরা সকলে মিলে পুনর্মিলনী-২০২৫ সফলভাবে সম্পন্ন করতে পারি।
ধন্যবাদান্তে
মোঃ আসলাম হোসেন
সভাপতি
স্ক্রিন প্রিন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SPWA)

